প্রকাশের সময় :
০৬:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
২২৬৩
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জুন ২০২১ :
বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা তার ফেসবুক একাউন্টে তার উপজেলার সাধারণ জনতার উদ্দেশ্যে একটি অতি জনগুরুত্বপূর্ণ পোষ্ট দিয়েছেন। মহাদেবপুর দর্পণের অগণিত পাঠক পাঠিকার জন্য পোষ্টটি হুবহু পত্রস্থ করা হলো :
প্রিয় নিয়ামতপুরবাসী, গতকাল সকাল থেকে এখন পর্যন্ত অসংখ্য ফোন এবং এসএমএস পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণে অধিকাংশের কোন রিপ্লাই দিতে পারিনি। ফেসবুকেও সক্রিয় না থাকায় জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের তথ্য প্রদান করতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন ভাল আছি। আগামীকাল থেকে মাঠ পর্যায়ে আপনাদের সাথে নিয়ে আবার কাজ করার প্রত্যাশা রাখছি।
আজ সবচেয়ে বেশি যা জানতে চেয়েছেন তা হলো ৩০ জুন পর্যন্ত লকডাউনে- ১। চায়ের দোকান খোলা রাখা যাবে কিনা? ২। খাওয়ার হোটেল খোলা রাখা যাবে কিনা? ৩। এনজিও কিস্তি বন্ধ থাকবে কিনা? ৪। পশু হাট চালু করা যাবে কিনা?
উত্তরঃ ১।চায়ের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে চায়ের দোকানের সমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২। হোটেলে পার্সেল সিস্টেমে খাবার বিক্রি করতে পারবেন। বসার চেয়ারগুলো সরিয়ে অথবা গুটিয়ে রাখতে হবে। ৩। এনজিও এর কিস্তি আদায় সহ সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে। ৪। নওগাঁ জেলার সকল পশু হাট বন্ধ থাকবে।
এছাড়া অন্যান্য যেসকল বিধি নিষেধ গত সপ্তাহে কার্যকর ছিল সেগুলোও বহাল রাখা হয়েছে। সকলের সুস্থ জীবন প্রত্যাশা করছি।#