নওগাঁ ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

করোনা : নওগাঁয় অনুমোদনের এক মাসেও স্থাপিত হয়নি আরটি পিসিআর ল্যাব ও আইসিইউ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ জুন ২০২১ :

করোনায় উচ্চ সংক্রমণের জেলা হলেও নওগাঁয় এখনো নেই আরটি পিসিআর ল্যাব। অনুমোদনের এক মাসেও স্থাপন করা যায়নি ল্যাব। ফলে দ্রুত করোনাভাইরাস পরীক্ষার ফলাফল না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। ঝুঁকিতে জেলার ৩০ লাখ মানুষ। দ্রুত ল্যাব স্থাপনের দাবি সচেতন মহলের।

সীমান্ত জেলা নওগাঁর জন সংখ্যা প্রায় ৩০ লাখ। অথচ জেলা সদর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত নেই কোন আরটি পিসিআর ল্যাব। নেই আইসিইউ বেডও। করোনা মহামারি শুরুর প্রায় দেড় বছরেও এখানে তৈরি হয়নি করোনা চিকিৎসার কার্যকর ব্যবস্থা।

দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ৯ মে নওগাঁ সদর হাসপাতালে আরটি পিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। এর একমাস পরও সেখানে পৌঁছায়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি।

করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর দেরিতে পজিটিভ ফল পেলে পরিবার, প্রতিবেশীর পাশাপাশি পুরো এলাকার মানুষই সংক্রমণ ঝুঁকিতে পড়েন। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ সচেতন নাগরিকদের।

নওগাঁ সদর হসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: আবু আনসার আলী জানান, আরটি পিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন হলেও নানা সমস্যা থাকায় তা চালু করা সম্ভব হচ্ছে না। আর কবে নাগাদ স্থাপন করা হবে এ বিষয়েও সঠিকভাবে কিছুই বলতে পারছেন না তিনি।

নওগাঁ সদর হসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এবিএম আবু হানিফ জানান, পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ চালুর সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। পিসিআর মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি আসা মাত্র তা চালু করা হবে।#

আপলোডকারীর তথ্য

করোনা : নওগাঁয় অনুমোদনের এক মাসেও স্থাপিত হয়নি আরটি পিসিআর ল্যাব ও আইসিইউ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ জুন ২০২১ :

করোনায় উচ্চ সংক্রমণের জেলা হলেও নওগাঁয় এখনো নেই আরটি পিসিআর ল্যাব। অনুমোদনের এক মাসেও স্থাপন করা যায়নি ল্যাব। ফলে দ্রুত করোনাভাইরাস পরীক্ষার ফলাফল না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। ঝুঁকিতে জেলার ৩০ লাখ মানুষ। দ্রুত ল্যাব স্থাপনের দাবি সচেতন মহলের।

সীমান্ত জেলা নওগাঁর জন সংখ্যা প্রায় ৩০ লাখ। অথচ জেলা সদর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত নেই কোন আরটি পিসিআর ল্যাব। নেই আইসিইউ বেডও। করোনা মহামারি শুরুর প্রায় দেড় বছরেও এখানে তৈরি হয়নি করোনা চিকিৎসার কার্যকর ব্যবস্থা।

দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ৯ মে নওগাঁ সদর হাসপাতালে আরটি পিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। এর একমাস পরও সেখানে পৌঁছায়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি।

করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর দেরিতে পজিটিভ ফল পেলে পরিবার, প্রতিবেশীর পাশাপাশি পুরো এলাকার মানুষই সংক্রমণ ঝুঁকিতে পড়েন। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ সচেতন নাগরিকদের।

নওগাঁ সদর হসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: আবু আনসার আলী জানান, আরটি পিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন হলেও নানা সমস্যা থাকায় তা চালু করা সম্ভব হচ্ছে না। আর কবে নাগাদ স্থাপন করা হবে এ বিষয়েও সঠিকভাবে কিছুই বলতে পারছেন না তিনি।

নওগাঁ সদর হসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এবিএম আবু হানিফ জানান, পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ চালুর সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। পিসিআর মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি আসা মাত্র তা চালু করা হবে।#