নওগাঁ ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

করোনা আপডেট : মান্দায় দুই দিনে শনাক্ত ১০<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১২ জুন ২০২১ :

নওগাঁর মান্দায় গত দুইদিনে (শুক্র ও শনিবার) ৩৩ নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় শনাক্ত হন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, গত শুক্রবার হাসপাতালে ১৪ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৪ জন এবং শনিবার ১৩ জনের পরীক্ষায় আরও ৪ জন শনাক্ত হন। এ ছাড়া রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ৬ জনের নমুনায় আরও ২ জনের পজেটিভ রিপোর্ট আসে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাড়িতে রেখেই তাদের চিকিৎসাসহ সবধরণের পরামর্শ প্রদান করা হচ্ছে।

অন্যদিকে গত বৃহস্পতিবার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় মান্দা সিসিডিবির বায়োচার প্রজেক্টের মার্কেটিং কর্মকর্তা নির্মল টুডু (৩৪) ও মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস আনিছার রহমান করোনা পজেটিভ হন।

সিসিডিবি মান্দা অফিসের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা কাওসার আল মামুন বলেন, সিসিডিবির বায়োচার প্রজেক্টের মার্কেটিং কর্মকর্তা নির্মল টুডু করোনা আক্রান্তের পর এরিয়া ম্যানেজার দরকা সেনের পরামর্শে অফিসের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।#

আপলোডকারীর তথ্য

করোনা আপডেট : মান্দায় দুই দিনে শনাক্ত ১০<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১২ জুন ২০২১ :

নওগাঁর মান্দায় গত দুইদিনে (শুক্র ও শনিবার) ৩৩ নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় শনাক্ত হন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, গত শুক্রবার হাসপাতালে ১৪ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৪ জন এবং শনিবার ১৩ জনের পরীক্ষায় আরও ৪ জন শনাক্ত হন। এ ছাড়া রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ৬ জনের নমুনায় আরও ২ জনের পজেটিভ রিপোর্ট আসে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাড়িতে রেখেই তাদের চিকিৎসাসহ সবধরণের পরামর্শ প্রদান করা হচ্ছে।

অন্যদিকে গত বৃহস্পতিবার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় মান্দা সিসিডিবির বায়োচার প্রজেক্টের মার্কেটিং কর্মকর্তা নির্মল টুডু (৩৪) ও মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস আনিছার রহমান করোনা পজেটিভ হন।

সিসিডিবি মান্দা অফিসের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা কাওসার আল মামুন বলেন, সিসিডিবির বায়োচার প্রজেক্টের মার্কেটিং কর্মকর্তা নির্মল টুডু করোনা আক্রান্তের পর এরিয়া ম্যানেজার দরকা সেনের পরামর্শে অফিসের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।#