নওগাঁ ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

প্রতিদিন বাড়ছে করোনা : নওগাঁয় নতুন করে আক্রান্ত ৬৪ জন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ জুন ২০২১ :

গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭৫০ জনে। এদের মধ্যে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন এবং মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। আর মৃত্যুবরণ করেছেন মোট ৪৯ জন। এরমধ্যে চলতি জুন মাসের গত ১০ দিনেই মারা গেছেন ৯ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, নিয়ামতপুর উপজেলায় ১৬ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, পত্নীতলা উপজেলায় সাত জন, সদর উপজেলায় ছয় জন, সাপাহার উপজেলায় ছয় জন, রাণীনগর উপজেলায় পাঁচ জন, মান্দা উপজেলায় তিন জন, বদলগাছী উপজেলায় তিন জন, ধামইরহাট উপজেলায় তিন জন ও আত্রাই উপজেলায় এক জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৭২ জনের পরীক্ষায় ৬৪ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১৮৩ জনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রং পিসিআর ল্যাবে এবং বাকী ১৫৯ জনের নওগাঁঁ জেলা সদর হাসপাতালে এ্যন্টিজেন পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন বুধবার (৯ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭২টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ২৬ শতাংশ। তার আগের দিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮১ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বুধবার (৯ জুন) ২৯২টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৮১ শতাংশ। গত মঙ্গলবার (৮ জুন) ৪৭২টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৫৯ শতাংশ। ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত এক হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষায় ২৯৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ।

উল্লেখ্য, নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন শিথিল করে নওগাঁ জেলা জুড়ে বৃহস্পতিবার (১০ জুন) থেকে ১৫টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই বিধিনিষেধ ঘোষণার মধ্যেই সীমাবন্ধ রয়েছে। অধিকাংশ ক্রেতা বিক্রেতা, যানবাহনের কেউ স্বাস্থবিধি মানছেন না। স্বাস্থবিধি কার্যকর করতে প্রশাসনের কর্মকর্তাদের মাঠে দেখা যায়নি। ফলে দিন দিন শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, মানুষকে নমুনা দিতে আগ্রহী করতে বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। গত রোববার ও সোমবার উন্মুক্ত স্থানে ক্যাম্প করে পথচলতি মানুষের নমুনা সংগ্রহ করা হয়। তাতে এক হজার পাঁচশ ৮০ জনের নমুনা পরীক্ষায় একশ ৩১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। এই চিত্র কিছুটা উদ্বেগজনক।

বর্তমানে নওগাঁ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে।
করোনা চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালসহ ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১টি শয্যা প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে ৪৫টি, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি এবং জেলার অপর ৯টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি করে মোট ১৩৫টি শয্যা রয়েছে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, ভবিষ্যতে করোনা রোগী বেড়ে গেলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে আরও ৪৫টি শয্যা বাড়ানোর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

জেলার ১১টি সরকারি হাসপাতালের কোনোটিতেই আইসিইউ শয্যা নেই। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে চারটি হাসপাতালে। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতাল, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরা হব্যবস্থা রয়েছে।

জেলায় বর্তমানে ৫৮৩ জন করোনা রোগীর মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫৬ জন রোগী জেলার সরকারি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের অধিকাংশই বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া অনেকে রাজশাহী বা বগুড়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।#

আপলোডকারীর তথ্য

প্রতিদিন বাড়ছে করোনা : নওগাঁয় নতুন করে আক্রান্ত ৬৪ জন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৫৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ জুন ২০২১ :

গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭৫০ জনে। এদের মধ্যে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন এবং মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। আর মৃত্যুবরণ করেছেন মোট ৪৯ জন। এরমধ্যে চলতি জুন মাসের গত ১০ দিনেই মারা গেছেন ৯ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, নিয়ামতপুর উপজেলায় ১৬ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, পত্নীতলা উপজেলায় সাত জন, সদর উপজেলায় ছয় জন, সাপাহার উপজেলায় ছয় জন, রাণীনগর উপজেলায় পাঁচ জন, মান্দা উপজেলায় তিন জন, বদলগাছী উপজেলায় তিন জন, ধামইরহাট উপজেলায় তিন জন ও আত্রাই উপজেলায় এক জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৭২ জনের পরীক্ষায় ৬৪ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১৮৩ জনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রং পিসিআর ল্যাবে এবং বাকী ১৫৯ জনের নওগাঁঁ জেলা সদর হাসপাতালে এ্যন্টিজেন পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন বুধবার (৯ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭২টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ২৬ শতাংশ। তার আগের দিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮১ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বুধবার (৯ জুন) ২৯২টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৮১ শতাংশ। গত মঙ্গলবার (৮ জুন) ৪৭২টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৫৯ শতাংশ। ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত এক হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষায় ২৯৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ।

উল্লেখ্য, নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন শিথিল করে নওগাঁ জেলা জুড়ে বৃহস্পতিবার (১০ জুন) থেকে ১৫টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই বিধিনিষেধ ঘোষণার মধ্যেই সীমাবন্ধ রয়েছে। অধিকাংশ ক্রেতা বিক্রেতা, যানবাহনের কেউ স্বাস্থবিধি মানছেন না। স্বাস্থবিধি কার্যকর করতে প্রশাসনের কর্মকর্তাদের মাঠে দেখা যায়নি। ফলে দিন দিন শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, মানুষকে নমুনা দিতে আগ্রহী করতে বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। গত রোববার ও সোমবার উন্মুক্ত স্থানে ক্যাম্প করে পথচলতি মানুষের নমুনা সংগ্রহ করা হয়। তাতে এক হজার পাঁচশ ৮০ জনের নমুনা পরীক্ষায় একশ ৩১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। এই চিত্র কিছুটা উদ্বেগজনক।

বর্তমানে নওগাঁ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে।
করোনা চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালসহ ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১টি শয্যা প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে ৪৫টি, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি এবং জেলার অপর ৯টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি করে মোট ১৩৫টি শয্যা রয়েছে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, ভবিষ্যতে করোনা রোগী বেড়ে গেলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে আরও ৪৫টি শয্যা বাড়ানোর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

জেলার ১১টি সরকারি হাসপাতালের কোনোটিতেই আইসিইউ শয্যা নেই। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে চারটি হাসপাতালে। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতাল, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরা হব্যবস্থা রয়েছে।

জেলায় বর্তমানে ৫৮৩ জন করোনা রোগীর মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫৬ জন রোগী জেলার সরকারি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের অধিকাংশই বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া অনেকে রাজশাহী বা বগুড়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।#