নওগাঁ ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় করোনা পরিস্থিতির উন্নতি : সরকারি ছুটির তিন দিনে আক্রান্ত ১১<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৬ মে ২০২১ :

নওগাঁ জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলায় আক্রান্ত, মৃত্যু ও হোম কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা অনেকটাই কমে এসেছে।

নওগাঁর সিভিল সার্জন ডা: এবিএম আব হানিফ রোববার (১৬ মে) বিকেলে জনিয়েছেন, বিগত কয়েক দিনের তুলনায় এ সপ্তাহে বিশেষ করে ঈদেও ছুটির এ কয়েক দিনে করোনা পরিস্থিতি আপত দৃষ্টিতে অনেক কম বলেই মনে হচ্ছে।

তিনি জানান, ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত ঈদের ছুটির এই তিন দিনে জেলায় নতুন কওে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১১ জন। এদেও মধ্যে সদর উপজেলায় ছয় জন, মহাদেবপুর উপজেলায় দুই জন ও বদলগাছি, পতœীতলা ও ধামইরহাট উপজেলায় এক জন করে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ৮৯ জন।

এই তিন দিনে সুস্থ্য হয়েছেন দুই জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন এক হাজার নয়শ ১৫ ব্যক্তি। এ সময় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে নয় জনকে। এ পর্যন্ত কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২১ হাজার দুইশ ৬৪ জনকে।

এ সময় ছাড়পত্র পেয়েছেন চার জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার পাঁচশ ৮৯ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ছয়শ ৭৫ জন। জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় করোনা পরিস্থিতির উন্নতি : সরকারি ছুটির তিন দিনে আক্রান্ত ১১<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৬ মে ২০২১ :

নওগাঁ জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলায় আক্রান্ত, মৃত্যু ও হোম কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা অনেকটাই কমে এসেছে।

নওগাঁর সিভিল সার্জন ডা: এবিএম আব হানিফ রোববার (১৬ মে) বিকেলে জনিয়েছেন, বিগত কয়েক দিনের তুলনায় এ সপ্তাহে বিশেষ করে ঈদেও ছুটির এ কয়েক দিনে করোনা পরিস্থিতি আপত দৃষ্টিতে অনেক কম বলেই মনে হচ্ছে।

তিনি জানান, ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত ঈদের ছুটির এই তিন দিনে জেলায় নতুন কওে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১১ জন। এদেও মধ্যে সদর উপজেলায় ছয় জন, মহাদেবপুর উপজেলায় দুই জন ও বদলগাছি, পতœীতলা ও ধামইরহাট উপজেলায় এক জন করে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ৮৯ জন।

এই তিন দিনে সুস্থ্য হয়েছেন দুই জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন এক হাজার নয়শ ১৫ ব্যক্তি। এ সময় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে নয় জনকে। এ পর্যন্ত কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২১ হাজার দুইশ ৬৪ জনকে।

এ সময় ছাড়পত্র পেয়েছেন চার জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার পাঁচশ ৮৯ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ছয়শ ৭৫ জন। জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।#