নওগাঁ ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে আনসার ভিডিপির ঈদ উপহার বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ মে ২০২১ :

নওগাঁর ধামইরহাটে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে দু:স্থ সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসে আয়োজিত সমাবেশে আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা সভাপতিত্ব করেন। সমাবেশে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষে ৫০ জন দু:স্থ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু বিতরণ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান।

অন্যদের মধ্যে দলনেতা আবুল কাশেম, আনছার কমান্ডার মেহেদী হাসান, দলনেত্রী ওজিফা বেগম প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে আনসার ভিডিপির ঈদ উপহার বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ মে ২০২১ :

নওগাঁর ধামইরহাটে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে দু:স্থ সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসে আয়োজিত সমাবেশে আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা সভাপতিত্ব করেন। সমাবেশে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষে ৫০ জন দু:স্থ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু বিতরণ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান।

অন্যদের মধ্যে দলনেতা আবুল কাশেম, আনছার কমান্ডার মেহেদী হাসান, দলনেত্রী ওজিফা বেগম প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #