মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ মে ২০২১ :
নওগাঁর ধামইরহাটে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে দু:স্থ সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসে আয়োজিত সমাবেশে আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা সভাপতিত্ব করেন। সমাবেশে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষে ৫০ জন দু:স্থ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু বিতরণ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান।
অন্যদের মধ্যে দলনেতা আবুল কাশেম, আনছার কমান্ডার মেহেদী হাসান, দলনেত্রী ওজিফা বেগম প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #