মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ২ নভেম্বর ২০১৯ :
জাতীয় যুব দিবস পালন উপলক্ষে নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আলোচনা সভা ও যুবঋণ বিতরণের আয়োজন করে।
বেলা সাড়ে ১০ টায় “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর চত্ত্বরে ফেষ্টুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
পরে অধিদপ্তরের নিজস্ব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হারুন অর রশীদ এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ৫ টি সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক, ১৪ প্রশিক্ষিত যুবব যুবতীর মধ্যে ৭ লাখ টাকার ঋনের চেক ও ৭০ জনের মধ্যে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন। #