নওগাঁ ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় হেফাজতের পক্ষে দোওয়া করায় ইমামকে থানায় তলব<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ এপ্রিল ২০২১ :

হেফাজতের কর্মীদের পক্ষে দোওয়া পরিচালনা করার দায়ে নওগাঁয় মাওলানা আহমুদুল হক নামে মসজিদের এক ইমামকে পুলিশ থানায় নিয়ে যায়। সাত ঘন্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

আহমুদুল হক নওগাঁ শহরের গোডাউন জামেহ মসজিদের পেশ ইমাম। শুক্রবার (২৩ এপ্রিল) জুম্মার নামাজের শেষে নিয়মিত মুনাজাতের অংশ হিসেবে তিনি এই দোওয়া পরিচালনা করেন। ওইদিন বিকেল ৫টায় আছর নামাজের পর থানা পুলিশ মসজিদের গেট থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১২ টার পর তাকে ছেড়ে দেয়া হয়।

ওই মসজিদের মুসল্লিরা জানান, জুম্মার নামাজের মুনাজাতে ইমাম আহমুদুল হক করোনাভাইরাস থেকে মুক্তি কামনা ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন।

কিন্তু কেউ কেউ অভিযোগ করেন যে, তিনি দোওয়ার একপর্যায়ে হেফাজতের কর্মীরা পুলিশী হয়রানির শিকার হচ্ছেন বলে উল্লেখ করে আটক ওলামাদের মুক্তির কথা বলেন।

নওগাঁ সদর মডেল অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘ইমাম আহমুদুল হক নিজেই থানায় আসছিলেন। তথ্য সংগ্রহ করা হচ্ছিল। পরে বিধি মোতাবেক তাকে মসজিদ কমিটির নিকট ছেড়ে দেয়া হয়েছে।’#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় হেফাজতের পক্ষে দোওয়া করায় ইমামকে থানায় তলব<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ এপ্রিল ২০২১ :

হেফাজতের কর্মীদের পক্ষে দোওয়া পরিচালনা করার দায়ে নওগাঁয় মাওলানা আহমুদুল হক নামে মসজিদের এক ইমামকে পুলিশ থানায় নিয়ে যায়। সাত ঘন্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

আহমুদুল হক নওগাঁ শহরের গোডাউন জামেহ মসজিদের পেশ ইমাম। শুক্রবার (২৩ এপ্রিল) জুম্মার নামাজের শেষে নিয়মিত মুনাজাতের অংশ হিসেবে তিনি এই দোওয়া পরিচালনা করেন। ওইদিন বিকেল ৫টায় আছর নামাজের পর থানা পুলিশ মসজিদের গেট থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১২ টার পর তাকে ছেড়ে দেয়া হয়।

ওই মসজিদের মুসল্লিরা জানান, জুম্মার নামাজের মুনাজাতে ইমাম আহমুদুল হক করোনাভাইরাস থেকে মুক্তি কামনা ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন।

কিন্তু কেউ কেউ অভিযোগ করেন যে, তিনি দোওয়ার একপর্যায়ে হেফাজতের কর্মীরা পুলিশী হয়রানির শিকার হচ্ছেন বলে উল্লেখ করে আটক ওলামাদের মুক্তির কথা বলেন।

নওগাঁ সদর মডেল অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘ইমাম আহমুদুল হক নিজেই থানায় আসছিলেন। তথ্য সংগ্রহ করা হচ্ছিল। পরে বিধি মোতাবেক তাকে মসজিদ কমিটির নিকট ছেড়ে দেয়া হয়েছে।’#