মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ এপ্রিল ২০২১ :
হেফাজতের কর্মীদের পক্ষে দোওয়া পরিচালনা করার দায়ে নওগাঁয় মাওলানা আহমুদুল হক নামে মসজিদের এক ইমামকে পুলিশ থানায় নিয়ে যায়। সাত ঘন্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
আহমুদুল হক নওগাঁ শহরের গোডাউন জামেহ মসজিদের পেশ ইমাম। শুক্রবার (২৩ এপ্রিল) জুম্মার নামাজের শেষে নিয়মিত মুনাজাতের অংশ হিসেবে তিনি এই দোওয়া পরিচালনা করেন। ওইদিন বিকেল ৫টায় আছর নামাজের পর থানা পুলিশ মসজিদের গেট থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১২ টার পর তাকে ছেড়ে দেয়া হয়।
ওই মসজিদের মুসল্লিরা জানান, জুম্মার নামাজের মুনাজাতে ইমাম আহমুদুল হক করোনাভাইরাস থেকে মুক্তি কামনা ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন।
কিন্তু কেউ কেউ অভিযোগ করেন যে, তিনি দোওয়ার একপর্যায়ে হেফাজতের কর্মীরা পুলিশী হয়রানির শিকার হচ্ছেন বলে উল্লেখ করে আটক ওলামাদের মুক্তির কথা বলেন।
নওগাঁ সদর মডেল অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘ইমাম আহমুদুল হক নিজেই থানায় আসছিলেন। তথ্য সংগ্রহ করা হচ্ছিল। পরে বিধি মোতাবেক তাকে মসজিদ কমিটির নিকট ছেড়ে দেয়া হয়েছে।’#