মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৩ এপ্রিল ২০২১ :
নওগাঁর রাণীনগরে নির্মাণ করা হচ্ছে বিদেশগামী মানুষের জন্য সরকারিভাবে কারিগরি ট্রেনিং সেন্টার। ইতোমধ্যেই শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে চলতি বছরের জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আশা করছে নওগাঁ গণপূর্ত বিভাগ।
জেলা গণপূর্ত বিভাগ সূত্র জানায়, বিদেশগামী শ্রমিকদের বিভিন্ন বিষয়ে অল্প খরচে সরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ২০১৮ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে এই ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু কর হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সেন্টারের পরিচালনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সেন্টারের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে।
রাণীনগর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি নওগাঁ-রাণীনগর-আত্রাই সড়কের পাশে উপজেলার লখীনের মোড় নামক স্থানে নির্মিত হচ্ছে। নওগাঁ জেলায় এই প্রথম বিদেশগামী শ্রমিকদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হচ্ছে। এখানে কম্পিউটার, ওয়েল্ডিংসহ মোট ৪২টি বিষয়ে বিদেশগামী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রতিষ্ঠানকে ঘিরে এই অঞ্চলে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর বলেন, ‘এটি আমাদের সৌভাগ্যের বিষয় যে বাড়ির পাশে এমন একটি সরকারি প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। এই প্রতিষ্ঠানকে ঘিরে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা আরো সচল হবে। এখানে অনেক মানুষের নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সবচেয়ে বড় বিষয় যে বিদেশগামী প্রতিটি মানুষই এই প্রতিষ্ঠান থেকে সঠিকভাবে যথাযথ কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন।’
প্রতিষ্ঠানের দায়িত্বরত সাইট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বলেন, ‘এই করোনা মহামারির সময়েও আমরা নির্মাণ কাজ সচল রেখেছি। আশা করছি চলতি বছরের জুন মাসের মধ্যে এই প্রতিষ্ঠানটিকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারবো। প্রতিষ্ঠানের প্রধান অংশের কাজগুলো ইতোমধ্যেই শেষ করা হয়েছে।’
নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক বলেন, ‘সেন্টারের প্রধান প্রধান ভবন নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে। বর্তমানে ভবনগুলোর সজ্জার কাজ ও মাটি দিয়ে নিচু জায়গাগুলো ভরাট করার কাজ চলমান রয়েছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট বিভাগকে হস্তান্তর করতে পারবো। আগামী বছর থেকে এখানে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’#