মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগা, ২২ এপ্রিল ২০২১ :
নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর মোরশেদ জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে আর ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯২৮ জনে। আক্রান্তদেরমধ্যে জেলায় এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন এক হাজার ৬৬৫ জন। এজেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩২ জন।
এখন পর্যন্ত জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয় ২০ হাজার ৪৯২ জনকে এবং এদেও মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৫১৭ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৯৭৫ জন। #