নওগাঁ ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

শসার দাম পেয়ে খুশি চাষিরা<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২১ এপ্রিল ২০২১ :

নওগাঁর ধামইরহাটে শসার ফলন ভালো হয়েছে। রমজান মাস হওয়ায় বাজারে দামও বেশি। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে শসা চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে। জৈব প্রযুক্তি ব্যবহার করায় কীটনাশকের খরচও কমেছে। আগামীতে আরও বেশি জমিতে শসার চাষ করবেন বলে আশাবাদী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় ২৩৫ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার পলিমাটি এলাকা হিসেবে পরিচিত ইসবপুর ও জাহানপুর ইউনিয়নে অধিকাংশ জমিতে শসার আবাদ হয়েছে। বীজ বপন থেকে মাত্র দুই মাসের মধ্যে শসা পাওয়া যায়। শসা চাষ করতে খরচ হয় কম। পোকা মাকড়ের আক্রমণ থাকলেও সঠিক সময়ে ওষুধ প্রয়োগ করতে পারলে ফসলের তেমন ক্ষতি হয় না।

কিছুদিন আগে বাজারে শসা ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। কিন্তু রমজানের শুরু থেকে সেটি এখন ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রমজানে বাজারে শসা দাম বেড়ে যাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামের ফারজানা আক্তার বলেন, ‘আমি ৪০ শতাংশ জমিতে এবার লালতীর বারমাসি জাতের শসা রোপণ করেছি। যেখানে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকার মতো। বীজ বপনের দুই মাসের মধ্যে এখন জমি থেকে প্রতিদিন ৭-৮ মণ শসা ওঠানো হচ্ছে। রমজান হওয়ায় শসা প্রতি মণ দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করছি।’

তিনি আরও বলেন, ‘পাইকাররা ক্ষেত থেকে শসা ক্রয় করে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকার শসা বিক্রি করেছি। আশা করছি আরও ৫০-৬০ হাজার টাকা শসা বিক্রি করতে পারব।’#

আপলোডকারীর তথ্য

শসার দাম পেয়ে খুশি চাষিরা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২১ এপ্রিল ২০২১ :

নওগাঁর ধামইরহাটে শসার ফলন ভালো হয়েছে। রমজান মাস হওয়ায় বাজারে দামও বেশি। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে শসা চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে। জৈব প্রযুক্তি ব্যবহার করায় কীটনাশকের খরচও কমেছে। আগামীতে আরও বেশি জমিতে শসার চাষ করবেন বলে আশাবাদী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় ২৩৫ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার পলিমাটি এলাকা হিসেবে পরিচিত ইসবপুর ও জাহানপুর ইউনিয়নে অধিকাংশ জমিতে শসার আবাদ হয়েছে। বীজ বপন থেকে মাত্র দুই মাসের মধ্যে শসা পাওয়া যায়। শসা চাষ করতে খরচ হয় কম। পোকা মাকড়ের আক্রমণ থাকলেও সঠিক সময়ে ওষুধ প্রয়োগ করতে পারলে ফসলের তেমন ক্ষতি হয় না।

কিছুদিন আগে বাজারে শসা ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। কিন্তু রমজানের শুরু থেকে সেটি এখন ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রমজানে বাজারে শসা দাম বেড়ে যাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামের ফারজানা আক্তার বলেন, ‘আমি ৪০ শতাংশ জমিতে এবার লালতীর বারমাসি জাতের শসা রোপণ করেছি। যেখানে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকার মতো। বীজ বপনের দুই মাসের মধ্যে এখন জমি থেকে প্রতিদিন ৭-৮ মণ শসা ওঠানো হচ্ছে। রমজান হওয়ায় শসা প্রতি মণ দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করছি।’

তিনি আরও বলেন, ‘পাইকাররা ক্ষেত থেকে শসা ক্রয় করে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকার শসা বিক্রি করেছি। আশা করছি আরও ৫০-৬০ হাজার টাকা শসা বিক্রি করতে পারব।’#