মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৪ অক্টোবর ২০১৯ :
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এবং ভোলায় পুলিশের গুলিতে গণহত্যার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে শহরের মুক্তির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিােভ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও এ্যাডভোকেট এ,জেড,এম রফিকুল আলম রফিক, সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন প্রমুখ বক্তব্য রাখেন। #