মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৯ এপ্রিল ২০২১ :
নওগাঁয় লকডাউনে বিভিন্ন চেক পোষ্টে পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার প্রকৌশলী মো: আবদুল মান্নান মিয়া বিপিএম। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের মুক্তির মোড়ে এ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাইদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কে এম শামসুদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, পুলিশের উদ্যোগে ইতোমধ্যে নানামুখী কর্মসূচী পালিত হয়ে আসছে। ইফতার বিতরণও তারই অংশ। করোনা মোকাবেলায় ঘরে থাকার বিকল্প নেই। নিম্নবিত্তের মানুষ যাদের চলাচলে অসুবিধা হচ্ছে তাদের অনেকের বাসায়ই খাবার পৌঁছে দেয়া হয়েছে বলেও তিনি জানান।#