মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৯ এপ্রিল ২০২১ :
নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে সাধারণ মানুষের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের ডেফোডিল স্কুল চত্ত্বরে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনের সার্বিক সহযোগীতায় সামাজিক দুরত্ব বজায় রেখে এই সব ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের পরিচালনায় ছাত্রলীগের জেলা, সদর, পৌর ও কলেজ শাখার সকল পর্যায়ের নেতা-কর্মী এতে উপস্থিত ছিলেন।
এতে শতাধিক সাধারণ মানুষের মাঝে ত্রাণ-সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, চিনি বিতরণ করা হয় এবং মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।#