মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ এপ্রিল ২০২১ :
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ক্ষুধা ফাউন্ডেশন’ এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় কর্মহীন ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা এসব খাদ্য সামগ্রী পৌছে দেন।
খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল দেড় কেজি, তেল ২৫০ গ্রাম, আলু ১ কেজি, বুট ৫০০ গ্রাম, প্যাকেট সেমাই ২৫০গ্রাম, প্যাকেট দুধ ২৫০ গ্রাম ও সবজি।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেহ উদ্দীন, সাবেক চেয়ারম্যান মো. আবদুল মান্নান, ক্ষুধা ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জুনায়েদ হোসেন, সদস্য মো. মারুফ আহমেদ, মিজানুর রহমান, পিয়াশ, নেহা আক্তার, ফাতেমা আক্তার, মো. মাসুম, সাগর, মিনহাদ, ছাব্বির, আমিনুল ইসলাম প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা জুনায়েদ হোসেন বলেন, ‘রাজশাহীতে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি সংগঠনটি ছোট পরিসরে উদ্বোধন করি। পরে আমার বন্ধুদের সাপোর্ট নিয়ে সেবামূলক কাজে অসহায়দের পাশে দাড়াতে চেষ্টা করেছি। গত মাসে ১০২জন অসহায়কে একবেলা খাবার বিতরণ করেছি।’
এবার মহামরী করোনার সময়ে নিজ এলাকায় সীমিত পরিসরে সহযোগীতা করেছি আগামীতে আরো ভালো কিছু করার আহবান জানান তিনি।#