
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ এপ্রিল ২০২১ :
নওগাঁর বদলগাছী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তার অফিস কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রায়হান আলম, প্রেসক্লাব বদলগাছীর আহ্বায়ক টি,এম, আসাদুজ্জামান (মামুন), যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফজলে মওলা, সাবেক সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক আবু রায়হান (লিটন) প্রমুখ উপস্থিত ছিলেন।
ওসি বলেন, দালাল, দুর্নীতি, হয়রানী ও মাদকমুক্ত থাকবে বদলগাছী থানা। বর্তমানে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে বিট অফিস খোলা হয়েছে। স্থানীয় ভাবে আইনগত সহযোগিতা দেওয়ার জন্য সাধারণের আর থানা পর্যন্ত আসতে হবে না। এজন্য জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে তিনি নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।#