
মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ এপ্রিল ২০২১ :
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: স্বপন কুমার বিশ্বাস ও একজন বীরমুক্তিযোদ্ধা অফির উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) তাদের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।
তারা এখন আইসোলেশনে রয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন।
ডা: স্বপন জানান, গলা ব্যথা করায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে রেজাল্ট পজিটিভ হওয়ায় আইসোলেশনে চলে যান তিনি। তিনি বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে ধামইরহাটবাসীসহ সকল জন সাধারণকে ঘরে থাকার পরামর্শ প্রদান করছি, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহির না হতে এবং প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জি¦ন এক্সপার্ট মেশিনের মাধ্যমে এন্টিজেন টেস্ট পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এছাড়াও করোনার পজিটিভ রোগীদের জন্য আইসোলেশন ইউনিটে ৫টি বেড ও সাসপেক্টেড রোগীদের জন্য ১০টি করে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।’
গত ৮ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বীরমুক্তিযোদ্ধা অফির উদ্দিন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এ্যাজমা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। #