
মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১০ এপ্রিল ২০২১ :
সদ্য প্রকাশিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এস্তেজা সামরোজ দিনা। কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে সে। চিকিৎসাশাস্ত্রে লেখাপড়া শেষ করে দিনা হৃদরোগ বিশেষজ্ঞ হতে চায়।
এস্তেজা সামরোজ দিনা নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে সাফল্যের সঙ্গে এসএসসি এবং রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
শিক্ষার্থী দিনার বাবা এনামুল হক মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক ও মা দিলরুবা খানম একজন গৃহিণী। সে সকলের নিকট দোয়া কামনা করেছে।#