মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২০ অক্টোবর ২০১৯ :
শনিবার দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে ধামইরহাট উপজেলা ছাত্রলীগ এবং ছাত্রলীগ ধামইরহাট সরকারি এম.এম.ডিগ্রী কলেজ শাখার ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী সম্মেলন উদ্বোধন করেন।
জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার এমপি এতে সম্মেলন বক্তা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রধান বক্তা এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি নুরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, ফাহিম ইসলাম রিমন, ঢাকা মহানগর দনি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মোবারক প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সম্মেলনে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। #