
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৯ এপ্রিল ২০২১ :
নওগাঁ শহরকে দুই ভাগে ভাগ করেছে এক সময়ের খরস্রোতা ছোট যমুনা নদী। পূর্ব ও পশ্চিম নওগাঁকে সেতু বন্ধনে আবদ্ধ করেছে ছোট যমুনা নদীর উপর নির্মিত লর্ড লিটন সেতুটি। অবশেষে দীর্ঘ সময় পর ঐতিহ্যবাহী এই সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ শেষে সেতুটি আবার আগামী ৩০-৪০ বছরের জন্য পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, ব্রিটিশ শাসন আমলে নওগাঁর পূর্ব ও পশ্চিম অংশকে সংযোগ করার জন্য তৎকালীন লর্ড লিটন ছোট যমুনা নদীর উপর এই সেতুটি নির্মাণ করেছিলেন। তার নামানুসারে এর নামকরণ করা হয় লর্ড লিটন সেতু। ১৯৮৪ সালে সেতুটিকে মেরামত করে বর্তমান আকারে নিয়ে আসা হয়। এরপর আর কোনো মেরামত কিংবা মজবুতিকরণের কোনো ছোঁয়া স্পর্শ না করায় সেতুটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। অনেক জায়গায় বড় বড় ছিদ্রের সৃষ্টি হয়। উঁচু জোড়াতালি দেওয়ায় সেতুর পুরো অংশ ব্যবহার করা সম্ভব ছিলো না। ফলে সেতুর উপর অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। স্বভাবতই সময় অনেক বেশি লাগে। এমন অবস্থা থেকে ঐতিহ্যবাহী এই সেতুটির স্থায়িত্ব বৃদ্ধি করতে এবং সেতুটি মজবুত করার লক্ষ্যে প্রকল্প হাতে নেয় নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ।
নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘লিটন সেতুটি নওগাঁর একটি ঐতিহ্য। কিন্তু দীর্ঘ সময় সেতুটিতে কোনো মেরামতের কাজ না করায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো। সেতুটি নওগাঁর জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ায় সওজ এর পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয় এবং সরকার বাহাদুর ৪৪ লাখ টাকার সেই প্রকল্প অনুমোদন দেয়। তাই আজ ঐতিহ্যবাহী সেতুটি মেরামত করা সম্ভব হচ্ছে। মেরামত কাজ সম্পন্ন হলে সেতুটি অনেকটাই আগের অবস্থা ফিরে পাবে। মেরামতের পর পথচারীরা সেতুটির পুরো অংশই ব্যবহার করতে পারবেন। সেতুটির যে যে অংশগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে তার সবকিছুর স্থায়িত্ব বৃদ্ধি করার লক্ষ্যে এই মজবুতিকরণ কাজ করা হচ্ছে।’ #