
মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ৯ এপ্রিল ২০২১ :
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন নওগাঁর আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতি। উপজেলার বিভিন্ন মার্কেট, দোকান, শপিং মল এলাকা ঘুরে ঘুরে ভ্যান চালক, ব্যাটারী চালিত অটো রিক্সা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা।
শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু, ব্যবসায়ী সমিতির সদস্য বাটুল পালসহ সমিতির সদস্যদের সাথে নিয়ে তিন শতাধিক মাস্ক বিতরণ করেন। এছাড়া মাইকিং করে সচেতনতা করে বক্তব্য রাখেন।
সমিতির সাধারণ সম্পাদক বলেন, এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সংগঠনের সামর্থ্যরে মধ্যে থেকে যতটুকু সম্ভব করলাম। সাধারণ মানুষের ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির জন্য বলতে পারেন। #