নওগাঁ ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে নিখোঁজ শিশুকে আধাঘন্টায় উদ্ধার করলেন ওসি<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৫ এপ্রিল ২০২১ :

নওগাঁর রাণীনগরে মিতু আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের মাত্র আধাঘন্টার মধ্যেই থানা পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে শিশুটিকে পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির পরিবারের বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মুক্তি আক্তারের মেয়ে মিতু আক্তার রোববার সকালে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজা-খুঁজি করে না পেয়ে সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়রি এন্ট্রি করেন। এর মাত্র আধা ঘন্টার মধ্যেই উপজেলা সদরের রেল ষ্টেশন এলাকা থেকে ওসি নিজেই তাকে উদ্ধার করেন। #

আপলোডকারীর তথ্য

রাণীনগরে নিখোঁজ শিশুকে আধাঘন্টায় উদ্ধার করলেন ওসি<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৫ এপ্রিল ২০২১ :

নওগাঁর রাণীনগরে মিতু আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের মাত্র আধাঘন্টার মধ্যেই থানা পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে শিশুটিকে পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির পরিবারের বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মুক্তি আক্তারের মেয়ে মিতু আক্তার রোববার সকালে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজা-খুঁজি করে না পেয়ে সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়রি এন্ট্রি করেন। এর মাত্র আধা ঘন্টার মধ্যেই উপজেলা সদরের রেল ষ্টেশন এলাকা থেকে ওসি নিজেই তাকে উদ্ধার করেন। #