মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৪ এপ্রিল ২০২১ :
নওগাঁর মান্দায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক।
তিনি জানান, দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার। এ অবস্থায় সরকার সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন।
তিনি পথচারিদের মাঝে মাস্ক বিতরণ ও দোকানে দোকানে গিয়ে সরকারের নির্দেশনার বিষয়ে ব্যবসায়িদের অবহিত করেন।
করোনাভাইরাসের বিস্তাররোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।#