নওগাঁ ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরের বালুমহাল বিভক্ত না করার দাবীতে নওগাঁয় মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৪ এপ্রিল ২০২১ :

বিভেদ ও হানাহানি রোধে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর বালু মহাল দু’ভাগে বিভক্তের ঘোষণা বাতিলের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাফিজুর রহমান, সাকিল হোসেন, মোজাফফর হোসেন, নয়ন মন্ডল, জুলফিকার আলী প্রমুখ।
বক্তারা দাবী করেন, আত্রাই নদীর বালু মহাল নিয়ে সব সময় শৃঙখলা ভঙ্গের শংকা থাকে। দীর্ঘদিন থেকে এক প্রক্রিয়ায় সরকার লীজ দিলেও হঠাৎ এই বালু মহালকে দু’ভাগ করার সিদ্ধান্ত নেয়। এতে সংঘাত আরো প্রকঠ হয়ে উঠেছে। বালু মহাল দুই অংশে বিভক্ত না করে আগের মত একটিই রাখার দাবী জানানো হয় এ মানববন্ধ থেকে।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, জনস্বার্থে মহাদেবপুরের বিশাল বালুমহালকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরের বালুমহাল বিভক্ত না করার দাবীতে নওগাঁয় মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৪ এপ্রিল ২০২১ :

বিভেদ ও হানাহানি রোধে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর বালু মহাল দু’ভাগে বিভক্তের ঘোষণা বাতিলের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাফিজুর রহমান, সাকিল হোসেন, মোজাফফর হোসেন, নয়ন মন্ডল, জুলফিকার আলী প্রমুখ।
বক্তারা দাবী করেন, আত্রাই নদীর বালু মহাল নিয়ে সব সময় শৃঙখলা ভঙ্গের শংকা থাকে। দীর্ঘদিন থেকে এক প্রক্রিয়ায় সরকার লীজ দিলেও হঠাৎ এই বালু মহালকে দু’ভাগ করার সিদ্ধান্ত নেয়। এতে সংঘাত আরো প্রকঠ হয়ে উঠেছে। বালু মহাল দুই অংশে বিভক্ত না করে আগের মত একটিই রাখার দাবী জানানো হয় এ মানববন্ধ থেকে।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, জনস্বার্থে মহাদেবপুরের বিশাল বালুমহালকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে।#