মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ২০ অক্টোবর ২০১৯ :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, নওগাঁর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরী করা হয়েছে। নওগাঁর জন্য ২৫০ শয্যা হাসপাতালও পরিপূর্ণ নয়, আরো বেড বাড়ানো দরকার। পর্যাপ্ত ডাক্তারের দরকারও রয়েছে এবং আমাদের সেই পরিকল্পনাও আছে।
মন্ত্রী বলেন এখানে শুধু মেডিসিন ডাক্তার দিয়ে নয়, বরং স্পেশালিষ্ট ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা যেন উন্নত হয়। এখন কোন ওষুদের অভাব নেই। পরিবেশও ভালো রয়েছে। স্বাস্থ্য সেবা আরো উন্নত হবে।
তিনি বলেন, এখানকার যারা ডাক্তার রয়েছেন তারা খুবই আন্তরিক। তারা মনে প্রাণে কাজ করছেন। মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।
মন্ত্রী শনিবার বেলা ১২ টায় নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু ও অন্যান্য রোগী দেখতে এবং নওগাঁ সদর হাসপাতালের সার্বিক বিষয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁর প্রতি লক্ষ্য রেখে একটি মেডিক্যাল কলেজ দিয়েছেন।
এ সময় নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: মোক্তার হোসেন, হাসপাতালের আরএমও ডা: মুনির আলী আকন্দসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। #