মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২ এপ্রিল ২০২১ :
নওগাঁর ধামইরহাটে দুই কোটি টাকা ব্যয়ে প্রত্যন্ত এলাকার গ্রামীণ সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রামরায়পুরে আয়োজিত সমাবেশে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি ও জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘রামরায়পুর-নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ সড়কের নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
দুই কিলোমিটার সাতশ’ মিটার দীর্ঘ এ সড়কটি নির্মিত হলে আশেপাশের গ্রামের মানুষ ও স্কুলগামি শিক্ষার্থীদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, উপজেলা আওয়ামী লীগ নেতা খাজা ময়েন উদ্দিন, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুইসার রহমান, সম্পাদক গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এজন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি ৯৮ লাখ টাকা।
পরে এমটি বৈদ্যবাটি গুচ্ছগ্রামে আবাসন কেন্দ্র পরিদর্শন করেন। #