নওগাঁ ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

জনসেবার নিয়োজিত মান্দা থানা পুলিশ : বললেন ওসি শাহিনুর রহমান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৩১ মার্চ ২০২১ :

‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই শ্লোগানে দীক্ষিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নওগাঁর মান্দা থানা পুলিশ। জনগনের সহায়তায় মাসব্যাপি অভিযান চালিয়ে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চোরাই গরু উদ্ধারসহ বেশকিছু অভিযান সফল হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে একান্ত সাক্ষাতকারে এসব তথ্য তুলে ধরেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান।

ওসি বলেন, ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩০ জন, নিয়মিত মামলায় ৩৪ জনসহ ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া চোলাইমদ, ফেনসিডিল ও হেরোইন উদ্ধারের ঘটনায় একাধিক মামলা হয়েছে জড়িতদের বিরুদ্ধে।

তিনি বলেন, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করে থানা পুলিশের একটি টহল টিম। এ ছাড়া চোরাই ১টি ছাগল, ২টি চুরি যাওয়া চার্জারভ্যান, ১টি চোরাই শ্যালোমেশিন, ছিনতাই হওয়া ৩ হাজার টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, চুরির কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জনগনের তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে ২ ডাকাত সদস্যকে।

ওসি শাহিনুর রহমান বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনগনের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশী কাজে জনগনের সর্বাত্মক সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল করাও সময়ের ব্যাপার মাত্র।#

আপলোডকারীর তথ্য

জনসেবার নিয়োজিত মান্দা থানা পুলিশ : বললেন ওসি শাহিনুর রহমান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৩১ মার্চ ২০২১ :

‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই শ্লোগানে দীক্ষিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নওগাঁর মান্দা থানা পুলিশ। জনগনের সহায়তায় মাসব্যাপি অভিযান চালিয়ে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চোরাই গরু উদ্ধারসহ বেশকিছু অভিযান সফল হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে একান্ত সাক্ষাতকারে এসব তথ্য তুলে ধরেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান।

ওসি বলেন, ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩০ জন, নিয়মিত মামলায় ৩৪ জনসহ ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া চোলাইমদ, ফেনসিডিল ও হেরোইন উদ্ধারের ঘটনায় একাধিক মামলা হয়েছে জড়িতদের বিরুদ্ধে।

তিনি বলেন, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করে থানা পুলিশের একটি টহল টিম। এ ছাড়া চোরাই ১টি ছাগল, ২টি চুরি যাওয়া চার্জারভ্যান, ১টি চোরাই শ্যালোমেশিন, ছিনতাই হওয়া ৩ হাজার টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, চুরির কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জনগনের তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে ২ ডাকাত সদস্যকে।

ওসি শাহিনুর রহমান বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনগনের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশী কাজে জনগনের সর্বাত্মক সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল করাও সময়ের ব্যাপার মাত্র।#