মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩১ মার্চ ২০২১ :
নওগাঁয় করোনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসক হারুন অর রশীদ সভাপতিত্ব করেন।
কর্মশালায় অন্যদের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন এবিএম আবু হানিফসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় সরকার নির্দেশিত নির্দেশনা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়।#