নওগাঁ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে বনপ্রহরী আব্দুল গফুরের অবসরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৯ মার্চ ২০২১ :

নওগাঁর ধামইরহাটে চোখের জলে বনবিভাগের কর্মচারী বনপ্রহরী আব্দুল গফুরকে বিদায় দিলেন বনবিট কার্যালয়ের কর্মকর্তারা।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় বনবিট কার্যালয়ে বিট কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় উপকারভোগীদের উদ্যোগে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা মো. ফরহাদ জাহান এতে প্রধান অতিথি এবং পাইকবান্দা বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, উপকারভোগী আকতার হোসেন, মফিজ উদ্দিন, আবু আনছার সিদ্দিক, বেলাল হোসেন, বনপ্রহরী শরিফুল ইসলাম, শাহ আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপকারভোগীদের পক্ষ থেকে আকতার হোসেনের উদ্যোগে বিদায়ী আব্দুল গফুরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিদায়কালে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, লক্ষন চন্দ্র ভৌমিক ও বনপ্রহরী শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি বনপ্রহরী আবদুল গফুর চাকরিকালে কখনও তিনি কর্মকর্তার নির্দেশ একবারের জন্য অমান্য করেননি জন্য প্রধান অতিথি তাকে বিশেষ অভিবাদন জানান।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে বনপ্রহরী আব্দুল গফুরের অবসরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৯ মার্চ ২০২১ :

নওগাঁর ধামইরহাটে চোখের জলে বনবিভাগের কর্মচারী বনপ্রহরী আব্দুল গফুরকে বিদায় দিলেন বনবিট কার্যালয়ের কর্মকর্তারা।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় বনবিট কার্যালয়ে বিট কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় উপকারভোগীদের উদ্যোগে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা মো. ফরহাদ জাহান এতে প্রধান অতিথি এবং পাইকবান্দা বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, উপকারভোগী আকতার হোসেন, মফিজ উদ্দিন, আবু আনছার সিদ্দিক, বেলাল হোসেন, বনপ্রহরী শরিফুল ইসলাম, শাহ আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপকারভোগীদের পক্ষ থেকে আকতার হোসেনের উদ্যোগে বিদায়ী আব্দুল গফুরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিদায়কালে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, লক্ষন চন্দ্র ভৌমিক ও বনপ্রহরী শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি বনপ্রহরী আবদুল গফুর চাকরিকালে কখনও তিনি কর্মকর্তার নির্দেশ একবারের জন্য অমান্য করেননি জন্য প্রধান অতিথি তাকে বিশেষ অভিবাদন জানান।#