
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২ মার্চ ২০২১ :
“বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরী নয়“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১টায় নওগাঁ জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে নওগাঁ সার্কিট হাউস প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেষ্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ।
সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সদর উপজেলা অডিটিরিয়ামে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। জেলা নির্বাচন অফিসার মাহামুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।#