
মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ২ মার্চ ২০২১ :
“বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরী নয়” প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় সারা দেশের ন্যয় নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি ও স্মার্ট কার্ড বিতরণের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ চেয়াম্যান ফরিদ আহমেদ এর উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে র্যালিতে অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, নির্বাচন অফিসার জিয়াউল হক খান, পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টাক্টর তমা চৌধুরী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০০২-২০০৪ সালে জন্মগ্রহনকারী ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। #