
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগঁ, ২ মার্চ ২০২১ :
মঙ্গলবার (২ মার্চ) সকালে নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে তৃতীয় জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউএনও মুহা: আবু তাহির সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মুহা: সেজারুদ্দিন, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সমবায় অফিসার লুৎফর রহমান, মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম দেওয়ান বাবলু, মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।#