মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২ মার্চ ২০২১ :
মঙ্গলবার (২ মার্চ) সকালে নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নতুন ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি এবং জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেষ্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এমপি এতে নেতৃত্ব দেন। র্যালি
শেষে উপজেলা পরিষদ চত্বরে তাৎক্ষনিকভাবে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এমপি প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাফিউজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক. পৌরসভার কাউন্সিলর ও উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউএনও গনপতি রায় এতে সভাপতিত্ব করেন।#