মহাদেবপুর দর্পণ, শহীদুল ইসলাম জি, এম, মিঠন, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২০ ফেব্রুয়ারী ২০২১ :
শনিবার (২০ ফেব্রুয়ার) সকালে নওগাঁ জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনপ্রেরণার বাতিঘর চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো: শেখ ইউসুফ হারুন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টও হুমায়ূন কবির, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল চিশতী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন।
এর আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।