মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৯ ফেব্রুয়ারী ২০২১ :
শুক্রবার বিকেলে নওগাঁ লেডিস ক্লাবের উদ্যোগে নওগাঁ শহরের পুরাতন কালেক্টরেটে লেডিস ক্লাব চত্ত্বরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সহধর্মিনী রওনক আরা খানম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪২জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এর আগে প্রধান অতিথি ক্লাব চত্ত্বরে শিউলি ফুল ও বাগান বিলাশ ফুলের চারা রোপণ করেন।
অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মিনী জ্যোতির্ময়ী বর্মণ প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
নওগাঁ লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তাহমিনা শারমিন এতে সভাপতিত্ব করেন। #