মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৯ ফেব্রুয়ারী ২০২১ :
শুক্রবার বিকেলে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. হুমায়ূন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম পিপিএম, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ এতে সভাপতিত্ব করেন।
টুর্নামেন্টে নওগাঁ জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা পুলিশ, বিভিন্ন বিভাগ-দপ্তরের সমন্বিত দল, নওগাঁ সরকারি ও বিএমসি কলেজ সম্মন্বিত, জেলা শিক্ষা, প্রাথমিক শিক্ষা বিভাগ নওগাঁ এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নওগাঁ উপকেন্দ্রসহ মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে একটি ম্যাচ মাঠে গড়ায়। জেলা শিক্ষা ও প্রাথমিক বিভাগ নওগাঁ মুখোমুখি হয় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নওগাঁ উপকেন্দ্রের বিপক্ষে। নক আউট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ।#