মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১৭ ফেব্রুয়ারী ২০২১ :
বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর ধামইরহাট থানা পুলিশ শিবলাল হাসদা (৫২) নামে এক আদিবাসী কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের বাসিন্দা।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন জানান, সকালে গ্রামবাসীরা শিবলালের বাড়ির দক্ষিণ পাশের্^ রবীন্দ্র উড়াওয়ের একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। এব্যাপারে কেউ কোন অভিযোগ না দেয়ায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
গ্রামবাসী জানান, একসময় শিবলালের প্রচুর সম্পদ ছিল। কিন্তু মুর্তি ব্যবসায়ের সাথে জড়িয়ে প্রতারনার শিকার হয়ে তিনি নি:স্ব হয়ে পড়েন। এখন তার দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে পড়ায় তিনি তার দুই পরিবার নিয়ে হতাশায় ভূগছিলেন। এরই জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।#