
মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১৬ ফেব্রুয়ারী ২০২১ :
মঙ্গলবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের সদস্যদের মধ্যে গরু বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি আলহাজ¦ মো: শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ৯৪ জন কৃষকের মধ্যে ক্রসব্রীড জাতের বকনা গরু বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ডা. আনোয়ার সাহাদৎ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এমরান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজা, উপকারভোগি কৃষক জুলিয়াস হেম্ব্রম প্রমুখ।#