নওগাঁ ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁ পৌর নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩১ জানুয়ারী ২০২১ :

নওগাঁ পৌরসভার নির্বাচন শনিবার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৬৫ দশমিক ৯১ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো: মাহমুদ হাসান জানিয়েছেন, নওগাঁ পৌরসভার মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ২শ ৪০ জন। এদের মধ্যে বৈধ ভোট প্রয়োগের সংখ্যা ৭৫ হাজার ২৩টি।

নওগাঁ পৌরসভায় বেসরকারীভাবে মেয়র পদে মো: নজমুল হক সনি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৯ হাজার ২শ ৬৯টি। এই পৌসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে নাছিমা খাতুন চায়না (৮২৪২ ভোট), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোছা: রিনা রহমান (১১২৮৩ ভোট), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মোছা: ফাতেমা খাতুন (১৬৯৬২ ভোট) নির্বাচিত হয়েছেন।

সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো: আহসানুল হাবিব রাজন (২০৪৬ ভোট), ২নং ওয়ার্ডে মো: আজিজুর বাবলু (৩০৯৯ ভোট), ৩নং ওয়ার্ডে ইনতেজারুল হক (৩৫৯২ ভোট), ৪নং ওয়ার্ডে মো: আব্দুল মালেক শেখ খোয়াজ (২৮৬৯ ভোট), ৫নং ওয়ার্ডে মো: মজনু হোসেন (৪৭৬৬ ভোট), ৬নং ওয়ার্ডে মো: শরিফুল ইসলাম (৪২০৯ ভোট), ৭নং ওয়ার্ডে সারোয়ার তানজিদ সম্রাট (৩৫২৯ ভোট), ৮নং ওয়ার্ডে মো: রবিউল ইসলাম রুবেল (৪২৫২ ভোট) এবং ৯নং ওয়ার্ডে মো: আসাদুজ্জামান সাগর (২৩৫০ ভোট) নির্বাচিত হয়েছেন।#

আপলোডকারীর তথ্য

নওগাঁ পৌর নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩১ জানুয়ারী ২০২১ :

নওগাঁ পৌরসভার নির্বাচন শনিবার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৬৫ দশমিক ৯১ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো: মাহমুদ হাসান জানিয়েছেন, নওগাঁ পৌরসভার মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ২শ ৪০ জন। এদের মধ্যে বৈধ ভোট প্রয়োগের সংখ্যা ৭৫ হাজার ২৩টি।

নওগাঁ পৌরসভায় বেসরকারীভাবে মেয়র পদে মো: নজমুল হক সনি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৯ হাজার ২শ ৬৯টি। এই পৌসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে নাছিমা খাতুন চায়না (৮২৪২ ভোট), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোছা: রিনা রহমান (১১২৮৩ ভোট), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মোছা: ফাতেমা খাতুন (১৬৯৬২ ভোট) নির্বাচিত হয়েছেন।

সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো: আহসানুল হাবিব রাজন (২০৪৬ ভোট), ২নং ওয়ার্ডে মো: আজিজুর বাবলু (৩০৯৯ ভোট), ৩নং ওয়ার্ডে ইনতেজারুল হক (৩৫৯২ ভোট), ৪নং ওয়ার্ডে মো: আব্দুল মালেক শেখ খোয়াজ (২৮৬৯ ভোট), ৫নং ওয়ার্ডে মো: মজনু হোসেন (৪৭৬৬ ভোট), ৬নং ওয়ার্ডে মো: শরিফুল ইসলাম (৪২০৯ ভোট), ৭নং ওয়ার্ডে সারোয়ার তানজিদ সম্রাট (৩৫২৯ ভোট), ৮নং ওয়ার্ডে মো: রবিউল ইসলাম রুবেল (৪২৫২ ভোট) এবং ৯নং ওয়ার্ডে মো: আসাদুজ্জামান সাগর (২৩৫০ ভোট) নির্বাচিত হয়েছেন।#