মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩১ জানুয়ারী ২০২১ :
নওগাঁ পৌরসভার নির্বাচন শনিবার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৬৫ দশমিক ৯১ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো: মাহমুদ হাসান জানিয়েছেন, নওগাঁ পৌরসভার মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ২শ ৪০ জন। এদের মধ্যে বৈধ ভোট প্রয়োগের সংখ্যা ৭৫ হাজার ২৩টি।
নওগাঁ পৌরসভায় বেসরকারীভাবে মেয়র পদে মো: নজমুল হক সনি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৯ হাজার ২শ ৬৯টি। এই পৌসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে নাছিমা খাতুন চায়না (৮২৪২ ভোট), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোছা: রিনা রহমান (১১২৮৩ ভোট), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মোছা: ফাতেমা খাতুন (১৬৯৬২ ভোট) নির্বাচিত হয়েছেন।
সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো: আহসানুল হাবিব রাজন (২০৪৬ ভোট), ২নং ওয়ার্ডে মো: আজিজুর বাবলু (৩০৯৯ ভোট), ৩নং ওয়ার্ডে ইনতেজারুল হক (৩৫৯২ ভোট), ৪নং ওয়ার্ডে মো: আব্দুল মালেক শেখ খোয়াজ (২৮৬৯ ভোট), ৫নং ওয়ার্ডে মো: মজনু হোসেন (৪৭৬৬ ভোট), ৬নং ওয়ার্ডে মো: শরিফুল ইসলাম (৪২০৯ ভোট), ৭নং ওয়ার্ডে সারোয়ার তানজিদ সম্রাট (৩৫২৯ ভোট), ৮নং ওয়ার্ডে মো: রবিউল ইসলাম রুবেল (৪২৫২ ভোট) এবং ৯নং ওয়ার্ডে মো: আসাদুজ্জামান সাগর (২৩৫০ ভোট) নির্বাচিত হয়েছেন।#