মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ৯ অক্টোবর ২০১৯ :
বুধবার সকাল ১০ টায় নওগাঁ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি সভা পরিচালনা করেন।
অন্যদের মধ্যে সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.শহিদুজ্জামান সরকার বাবলু এমপি ও ইসরাফিল আলম এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, জাভেদ জাহাঙ্গীর সোহেল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক আমিনুল করিম তরফদার সাবু, উপ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ বকুল, অর্থ সম্পাদক আবদুল খালেক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামা, নওগাঁ সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। #