মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জানুয়ারী ২০২১ :
নওগাঁ পৌরসভার নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির নজমুল হক সনি। পরপর তিনবার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক এ সভাপতি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌকা প্রতীকের নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটানির্ং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ১৯৮৭ সালে মূল শহরের সঙ্গে আরও শতাধিক মহল্লাকে অন্তর্ভুক্ত করা হয়। ২০১০ সালে নজমুল হক সনি প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ তে দ্বিতীয় বার এবং ২০২১ সালে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।
নজমুল হক সনি বলেন, ‘জনগণের ভোটে তিনবারের মতো নির্বাচিত হতে পেরেছি। পৌরবাসীর দোয়া ও সমর্থনের কারণে এটি সম্ভব হয়েছে।’#