মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জানুয়ারী ২০২১ :
শনিবার নওগাঁ জেলার দু’টি পৌরসভার নির্বাচন একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নওগাঁ পৌরসভার ৪১টি এবং ধামইরহাট পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই সকাল ৭টা থেকে নারী এবং পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অপরদিকে ধামইরহাট পৌরসভা নির্বাচন দীর্ঘ ১৫ বছর পর ভোটারদের ব্যাপর উপস্থিতির মধ্যদিয়ে শেষ হয়। সুষ্টু নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই একটা অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কেন্দ্রে কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকালে কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে ভোটর উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলো ভোটারের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।
ভোট চলাকালে দুপুরে নওগাঁ সরকারী কলেজ কেন্দ্রে জাল ভোট প্রদানের ছবি নেয়ার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে।
সকাল থেকে ঘনকুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়। নারী ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ভোট কেন্দ্র গুলোকে উৎসব মুখর করে তোলে। ভোট গ্রহনের পর গননা শুরু হয়।
নওগাঁ পৌরসভায় মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন এবং সাধারন কাউন্সিলর (পুরুষ) পদে ৫৭ জন এবং ধামইরহাট পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারন কাউন্সিলর (পুরুষ) পদে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।