মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৯ অক্টোবর ২০১৯ :
বুধবার দুপুরে নওগাঁ মান্দা ইউএনওর সভাকক্ষে হতদরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের ২২ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭০ জন হত দরিদ্রের মধ্যে চেক বিতরণ করেন।
ইউএনও আবদুল হালিম সমাবেশে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু ও তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ। #