নওগাঁ ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় বখাটে সুমনকে গ্রেফতার দাবিতে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁর মান্দায় আতফাব হোসেন সুমন নামে এক বখাটেকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকেরহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বখাটে সুমন উপজেলার বিলবয়রা গ্রামের মাহাতাব হোসেন শাহের ছেলে।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোশারফ হোসেন, প্রকৌশলী জাকারিয়া সাজু, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান বল্টু, তারিফ হোসেন, বাবুল হোসেন, রাকিব হোসেন, আবদুস সালাম, জামাল হোসেন মাষ্টার, কলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চকেরহাটের আনন্দ কুমারের চায়ের ষ্টলে মোহাইমেনুল ইসলাম মিশুর (২৫) ওপর অতর্র্কিত হামলা করে সুমন। এ সময় সন্ত্রাসী কায়দায় একটি হাতুড়ি দিয়ে মিশুকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। কিন্তু এখন পর্যন্ত বখাটে সুমনকে গ্রেফতার করেনি পুলিশ।

বক্তারা দাবি করেন, বখাটে সুমন সবসময় হাতুড়ি, চাকু, চেইনসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে চলাফেরা করে। এর আগে তার হাতে এলাকার আবদুস সামাদ, আবু বকর সিদ্দিক, দলিল শাহসহ আরও কয়েকব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন। গত রোববার নির্যাতনের শিকার হন বিলবয়রা গ্রামের আশরাফুল ইসলাম শাহের ছেলে মিশু। প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে বখাটে সুমনকে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মিশু নামে এক যুবককে মারপিটের ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।#

আপলোডকারীর তথ্য

মান্দায় বখাটে সুমনকে গ্রেফতার দাবিতে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁর মান্দায় আতফাব হোসেন সুমন নামে এক বখাটেকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকেরহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বখাটে সুমন উপজেলার বিলবয়রা গ্রামের মাহাতাব হোসেন শাহের ছেলে।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোশারফ হোসেন, প্রকৌশলী জাকারিয়া সাজু, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান বল্টু, তারিফ হোসেন, বাবুল হোসেন, রাকিব হোসেন, আবদুস সালাম, জামাল হোসেন মাষ্টার, কলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চকেরহাটের আনন্দ কুমারের চায়ের ষ্টলে মোহাইমেনুল ইসলাম মিশুর (২৫) ওপর অতর্র্কিত হামলা করে সুমন। এ সময় সন্ত্রাসী কায়দায় একটি হাতুড়ি দিয়ে মিশুকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। কিন্তু এখন পর্যন্ত বখাটে সুমনকে গ্রেফতার করেনি পুলিশ।

বক্তারা দাবি করেন, বখাটে সুমন সবসময় হাতুড়ি, চাকু, চেইনসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে চলাফেরা করে। এর আগে তার হাতে এলাকার আবদুস সামাদ, আবু বকর সিদ্দিক, দলিল শাহসহ আরও কয়েকব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন। গত রোববার নির্যাতনের শিকার হন বিলবয়রা গ্রামের আশরাফুল ইসলাম শাহের ছেলে মিশু। প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে বখাটে সুমনকে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মিশু নামে এক যুবককে মারপিটের ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।#