মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ২৫ জানুয়ারী ২০২১ :
সোমবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বাজারে স্থানীয় জনতার সাথে এলাকার মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানা পুলিশের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পারইল বাজার বণিক সমিতির সভাপতি জিল্লুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ, একডালা অস্থায়ী পুলিশক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তারিনি পদ সরকার মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: দুলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, মোসলেম উদ্দীন প্রমূখ। #