নওগাঁ ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ৬ জানুয়ারি ২০২৫ : র‌্যালি ও আলোচনা না করেই ফটো সেশন -- ছবি : সাঈদ টিটো

Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৬ জানুয়ারি ২০২৫ :
গত ২ জানুয়ারি সারাদেশে সাড়ম্বরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হলেও নওগাঁর মহাদেবপুরে এটি সারা হয়েছে শুধুমাত্র ফটোসেশনে।
এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু মহাদেবপুরে এদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে র‍্যালির মত করে মাত্র তিন মিনিটের ফটোসেশন করা হয়। এসময় ব্যানার হাতে দাঁড়িয়েছিলেন মাত্র ১৬ জন। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা থাকলেও এক কদমও এগোয়নি।
র‍্যালির পর নিজস্ব কার্যালয়ে মুক্ত আলোচনার ব্যানার টাঙ্গিয়ে ৬ জনে ফটোসেশন করেন। কিন্তু কোন আলোচনা করেননি। অনুষ্ঠান না হলেও কাগজে কলমে দেখানো হয়েছে বর্ণাঢ্য র‍্যালি আর আলোচনা সভা করার। এসব র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন না উপজেলায় কর্মরত কোন বিভাগের কর্মকর্তা। জানানো হয়নি কোন সাংবাদিককেও। অনুষ্ঠান না করেও ফটো তোলা রাষ্ট্রের সাথে প্রতারণার সামিল বলে মন্তব্য করেন অনেকে।
জানতে চাইলে রোববার ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ শুধুমাত্র ফটোসেশন করার কথা স্বীকার করে বলেন, তিনি নিয়মিতভাবে বদলগাছী উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। একারণে জাতীয় সমাজসেবা দিবসে মহাদেবপুর উপস্থিত থাকতে পারেননি। তার কর্মচারিরা দিবস পালনের আয়োজন করেছিলেন জন্য কোন কর্মকর্তাকে বা সাংবাদিকদের আমন্ত্রণ জানাননি।
জানতে চাইলে মোবাইলফোনে নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর আহমেদ বলেন, শুধুমাত্র ফটোসেশন করাটা ঠিক হয়নি। আগামীতে এ ধরনের অনুষ্ঠান ভালোভাবে করা হবে বলেও জানান তিনি।
আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস

প্রকাশের সময় : ০৭:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৬ জানুয়ারি ২০২৫ :
গত ২ জানুয়ারি সারাদেশে সাড়ম্বরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হলেও নওগাঁর মহাদেবপুরে এটি সারা হয়েছে শুধুমাত্র ফটোসেশনে।
এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু মহাদেবপুরে এদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে র‍্যালির মত করে মাত্র তিন মিনিটের ফটোসেশন করা হয়। এসময় ব্যানার হাতে দাঁড়িয়েছিলেন মাত্র ১৬ জন। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা থাকলেও এক কদমও এগোয়নি।
র‍্যালির পর নিজস্ব কার্যালয়ে মুক্ত আলোচনার ব্যানার টাঙ্গিয়ে ৬ জনে ফটোসেশন করেন। কিন্তু কোন আলোচনা করেননি। অনুষ্ঠান না হলেও কাগজে কলমে দেখানো হয়েছে বর্ণাঢ্য র‍্যালি আর আলোচনা সভা করার। এসব র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন না উপজেলায় কর্মরত কোন বিভাগের কর্মকর্তা। জানানো হয়নি কোন সাংবাদিককেও। অনুষ্ঠান না করেও ফটো তোলা রাষ্ট্রের সাথে প্রতারণার সামিল বলে মন্তব্য করেন অনেকে।
জানতে চাইলে রোববার ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ শুধুমাত্র ফটোসেশন করার কথা স্বীকার করে বলেন, তিনি নিয়মিতভাবে বদলগাছী উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। একারণে জাতীয় সমাজসেবা দিবসে মহাদেবপুর উপস্থিত থাকতে পারেননি। তার কর্মচারিরা দিবস পালনের আয়োজন করেছিলেন জন্য কোন কর্মকর্তাকে বা সাংবাদিকদের আমন্ত্রণ জানাননি।
জানতে চাইলে মোবাইলফোনে নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর আহমেদ বলেন, শুধুমাত্র ফটোসেশন করাটা ঠিক হয়নি। আগামীতে এ ধরনের অনুষ্ঠান ভালোভাবে করা হবে বলেও জানান তিনি।