নওগাঁ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বোনের মৃত্যুর খবর শুনেই অপর জমজ বোনের মৃত্যু

মহাদেবপুর দর্পণ, শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৩০ নভেম্বর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুরে দুই জমজ বোনের মধ্যে এক বোনের মৃত্যুর খবর শোনার পরপরই অপর জমজ বোনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতিপুর সরকার পাড়া গ্রামের মৃত শংকর সরকারের মেয়ে লক্ষ্মী রাণী ও সরস্বতি রাণী। উভয়ের বয়স ৬৪।
স্থানীয়রা জানান, উভয়েই হৃদরোগে ভূগছিলেন। শনিবার (৩০ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে প্রথমে লক্ষ্মী রাণী মারা যান। তার যাবার খবর শুনেই অশান্ত হয়ে ওঠেন সরস্বতি রাণী। তিনি বলেন, “এক সাথে দুনিয়ায় এসেছিলাম, আর তুই আমাকে ছেড়ে চলে গেলি?” এর কিছুক্ষণের মধ্যেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে বোনের মৃত্যুর খবর শুনেই অপর জমজ বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
মহাদেবপুর দর্পণ, শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৩০ নভেম্বর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুরে দুই জমজ বোনের মধ্যে এক বোনের মৃত্যুর খবর শোনার পরপরই অপর জমজ বোনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতিপুর সরকার পাড়া গ্রামের মৃত শংকর সরকারের মেয়ে লক্ষ্মী রাণী ও সরস্বতি রাণী। উভয়ের বয়স ৬৪।
স্থানীয়রা জানান, উভয়েই হৃদরোগে ভূগছিলেন। শনিবার (৩০ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে প্রথমে লক্ষ্মী রাণী মারা যান। তার যাবার খবর শুনেই অশান্ত হয়ে ওঠেন সরস্বতি রাণী। তিনি বলেন, “এক সাথে দুনিয়ায় এসেছিলাম, আর তুই আমাকে ছেড়ে চলে গেলি?” এর কিছুক্ষণের মধ্যেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।