মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ৯ অক্টোবর ২০১৯ :
বুধবার বেলা ১১ টায় নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন বিডিও এর উদ্যেগে নিজস্ব কার্যালয়ে “যুব সম্প্রদায়কে দেশ গড়ায় নিয়োজিত কর, যুব অধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজের মতায়ন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা এতে প্রধান অতিথি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহমেদ ও অধ্যাপক আব্দুল জব্বার এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিডিও’র পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ইব্রাহীম হোসেন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আকতার হোসেন।
প্রকল্প সমন্বয়কারী নাজমূল হক অনুষ্ঠান পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাবরক মোজাম্মেল হক, হাজিনগর ও চন্দননগর শাখার ফিল্ড অর্গানাইজার মোসলেম উদ্দিন, আবু সায়েম, বিলকিস খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ও আমার অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ৬২ জন গরীব ও মেধাবী বিডিও সদস্যের মধ্যে ৮শ’ টাকা উপবৃত্তি বিতরণ করা হয়। #